আবার হারল ইস্টবেঙ্গল

বঙ্গবার্তা ব্যুরো,
টানা পরপর ম্যাচ খেলার ধকল নিতে পারল না ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের প্রতিপক্ষ এফকে আর্কাদাগের বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ১০ মিনিটে আর্কাদাগের হয়ে একমাত্র গোলটি করেন গুর্বানভ। এই ম্যাচে বেশ কয়েকবার গোলের কাছে পৌছালেও শেষ কাজটি করতে ব্যর্থ হন মেসি বোউলি, দিমানতাকোসরা। দ্বিতীয় লেগের ম্যাচে আগামী ১২ তারিখ ফের আর্কাদাগের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
ম্যাচের প্রথমার্ধে বারবার আর্কাদাগ ডিফেন্সের মানব প্রাচীরে গিয়ে আটকে যাচ্ছিল লাল-হলুদের সমস্ত আক্রমণ। এরই মাঝে ডিফেন্সের ভুলে ১০ মিনিটে গোল হজম করে ইস্টবেঙ্গল। হেক্টর ইউস্তে বক্সের বাইরে বল ক্লিয়ার করার সময় মিস পাস করলে সেটি পান প্রতিপক্ষের তির্কিসভ। তিনি তৎক্ষণাৎ গুর্বানভকে বল বাড়ালে আর্কাদাগের এই মিডফিল্ডার সামনে থাকা লালচুংনুঙ্গার দুই পায়ের ফাঁক দিয়ে বল গোলে রাখেন। ২৪ মিনিটে বক্সের মধ্যে দিমি ঢুকে পড়লেও কাজের কাজ হয়নি। ম্যাচের ৪৫ মিনিটে লাল-হলুদের হয়ে একটি দুরন্ত সেভ করেন প্রভসুখন গিল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিলেন মেসি বোউলি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে প্রায় গোল করে ফেলেছিল আর্কাদাগ। তাদের অধিনায়ক বাশিমভের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৭১ মিনিটে মিনিটে পরপর দু’বার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গল অধিনায়ক সউল ক্রেসপো। এই সময় একের পর এক আক্রমণ গড়ে তুলছিলেন মেসি বোউলিরা। এরই মাঝে পরিবর্ত হিসেবে নামা বিষ্ণু পিভি হঠাৎই বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন। তবে তিনি বলটি আকাশে উড়িয়ে দেন। ৮০ মিনিটে বক্সে আসা একটি বল দারুণভাবে বাঁচিয়ে দেন আর্কাদাগ গোলরক্ষক। গোটা ম্যাচেই দারুণ পারফর্ম করেন তিনি। ৮৩ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে আসেন ক্লেইটন সিলভা। ম্যাচের সংযুক্ত সময়ে বক্সের মধ্যে একটি ক্রস রাখেন মহেশ। বিষ্ণু কোনওরকমে বলটি বক্সের মধ্যে ধরলেও তা সহজেই আটকে দেন আর্কাদাগ গোলরক্ষক। শেষ পর্যন্ত ম্যাচ আর্কাদাগের পক্ষেই শেষ হয়।