Upload By K. Halder at 14th March 2025, 11:56 AM
বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। আনোয়ার আলির গোলে ম্যাচটি ১-০ তে জেতে ইস্টবেঙ্গল।
সূত্রের খবর, ক্লেটনকে নিজের পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য একটি জায়গায় খেলাচ্ছিলেন অস্কার। শুরু থেকেই ক্লেটনকে নির্দেশ দিচ্ছিলেন বিপক্ষকে চাপ দেওয়ার। ক্লেটন পাল্টা জানান, তিনি নিজের মতোই খেলবেন। এতেই অস্কার রেগে যান। তিনি ক্লেটনকে আবার বলেন নিজের জায়গায় খেলতে। কোচের কাছে এসে তাঁর সঙ্গে তর্ক করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লেটন। সাজঘরে গিয়ে পোশাক বদলে সোজা হোটেলে ফিরে যান। ক্লেটনের এমন আচরণে হতবাক সকলেই।
দীর্ঘ দিন ধরে ক্লেটনের সঙ্গে অস্কারের ঠান্ডা যুদ্ধ চলছে। ক্লেটনকে তাঁর পছন্দ নয়, এ কথা আগে বার বার বুঝিয়ে দিয়েছেন অস্কার। তবে হাতে বিকল্প না থাকায় ক্লেটনকে আইএসএলে খেলিয়েছেন। কিন্তু কিছুতেই ক্লেটনকে পরের মরসুমে রাখতে রাজি নন। নতুন এই ঝামেলা ক্লেটনের বিদায়ের রাস্তাই প্রশস্ত করল।