শ্রীভূমির সঙ্গে ড্র করে জয় আটকে গেলো ইস্টবেঙ্গলের

East Bengal Women play against Sreebhumi in Indian Women’s League

বঙ্গবার্তা ব্যুরো,


অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের। মহিলাদের জাতীয় লিগে শ্রীভূমির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল লাল হলুদ মেয়েরা। শনিবার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। ৮২ মিনিটে আলিপুর দুয়ারের মেয়ে অঞ্জু তামাংয়ের গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। ৮৮ মিনিটে শ্রীভূমিকে সমতায় ফেরান সান্দ্রা আটিঙ্গা। (East Bengal Women vs Sreebhumi)

এদিন জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। কারণ দ্বিতীয় স্থানে থাকা গোকুলাম ২-০ গোলে হেরেছে কিকস্টার্টের কাছে। আপাতত ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন হতে গেলে বাকি দুটি ম্যাচ থেকে ২ পয়েন্ট দরকার তাদের। ড্র করায় খেতাব জয়ের অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের মেয়েদের।

21:24