বঙ্গবার্তা ব্যুরো,
অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের। মহিলাদের জাতীয় লিগে শ্রীভূমির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল লাল হলুদ মেয়েরা। শনিবার ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। ৮২ মিনিটে আলিপুর দুয়ারের মেয়ে অঞ্জু তামাংয়ের গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। ৮৮ মিনিটে শ্রীভূমিকে সমতায় ফেরান সান্দ্রা আটিঙ্গা। (East Bengal Women vs Sreebhumi)

এদিন জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। কারণ দ্বিতীয় স্থানে থাকা গোকুলাম ২-০ গোলে হেরেছে কিকস্টার্টের কাছে। আপাতত ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন হতে গেলে বাকি দুটি ম্যাচ থেকে ২ পয়েন্ট দরকার তাদের। ড্র করায় খেতাব জয়ের অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের মেয়েদের।
