পীযূষ চক্রবর্তী
কলকাতায় বসে কলসেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণার জাল চক্র গড়ে তোলা হয়েছিল। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। এবার ওই দুর্নীতির জট খুলতে কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জ, বাগুইআটি, নিউটাউন, সেক্টর ফাইভ, হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয়েছে এক কোটি ৮০ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা।
তদন্তকারীরা মনে করছেন, কল সেন্টার জালিয়াতির টাকায় কেনা সোনা ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে। সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও তল্লাশি চালান ইডি অফিসাররা।
মূলত বিদেশিদের টার্গেট করত এই চক্র। বিদেশি নাগরিকদের সফটওয়্যার পরিষেবার নাম করে ফোন করে তাদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হত। তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার নাম করে মোটা টাকা হাতিয়ে নিত এই চক্রের সদস্যরা।