বঙ্গবার্তা ব্যুরো,
কেন্দ্রের বিরুদ্ধে ফের ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহারের অভিযোগ উঠল। সরকারের পেশ করা পরিসংখ্যান থেকেই এই অভিযোগ উঠছে। সরকার সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। এবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান থেকে সেই অভিযোগ নতুন করে সামনে এসেছে।
রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন ইডি এই মুহূর্তে ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তার মধ্যে মাত্র দুজনের বিরুদ্ধে সাজা নিশ্চিত হয়েছে। পঙ্কজ চৌধুরী সি পিএম সাংসদ এএরহিমের প্রশ্নের জবাব দিতে গিয়ে সভায় এই তথ্য পেশ করেন। তারপরেই ফের ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেছেন মাত্র দু জন সাজা পেয়েছেন তার মানে এই নয় যে বাকিরা নির্দোষ, তাঁদের বিরুদ্ধে এখনো মামলা চলছে। আদালত কাউকেই রেহাই দেয় নি। ইডির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা খারিজ করে মন্ত্রী দাবি করেন এই সংস্থা জাত ,ধর্ম কিম্বা দল দেখে মামলা করে না। ফলে সরকারের পক্ষে বলা সম্ভব নয় এরা কোন রাজনৈতিক দলের।
মন্ত্রীর দেওয়া তথ্য থেকে দেখা গেছে ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর বিরুদ্ধেও আয়কর সংক্রান্ত মামলায় জিঙ্গাসাবাদ করা হয়েছে। দুজনেই এখন জামিনে মুক্ত।
ইডির বিরুদ্ধে ফের রাজনীতিকরণের অভিযোগ উঠছে কেন্দ্রের পরিসংখ্যানে
