কাশ্মীরে হামলার প্রতিবাদ ইডেনে, ম্যাচের আগে নিরবতা পালন খেলোয়াড়দের

Eden Gardens Kashmir Attack Protest IPL

Upload By K. Halder at 26th April 2025, 08:01 PM

বঙ্গবার্তা ব্যুরো,
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে সারা দেশ। প্রতিবাদের আগুন এবার ইডেনে আইপিএলের মঞ্চেও। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা শুরুর আগে নীর হবতা পালন করল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ দেখতে আসার কথা থাকলেও তা বাতিল করেছেন শাহরুখ খানের ছেলেমেয়ে। তবে কেকেআর এর বর্তমান অবস্থা দেখে দর্শক নেই ইডেনে। গ্যালারি ভরেনি। কালবাজারে টিকিটের দাম নেমে এসেছে তিনশো থেকে চারশো টাকায়। কেকেআর পঞ্জাব ম্যাচ থেকে বদলের ভাবনায় মাঠে নামলেও। দলে মঈন আলির জায়গায় এসেছে রভম্যান পাওয়েল। আন্দ্রে রাসেলের জায়গা অপরিবর্তিত। অভিষেক হচ্ছে চেতন শাকারিয়ার। এখন দেখার দল বদলে জয়ের পথে নাইট শিবিরে ফেরে কি না।

08:51