প্রিয় পাঠকরা
দেখতে দেখতে বঙ্গবার্তা ছয় মাসে পা রাখতে চলেছে। আর
তাই প্রতিজ্ঞা পূরণের জন্য এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করে সম্পাদককে যে দায়িত্ব, কর্তব্য
পাঠক বা দর্শকরা দিয়ে থাকেন
তা পালনের জন্য এই সম্পাদকীয় কলামের যাত্রা শুরু।
যার কৃতিত্ব আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের ফল।
সম্পাদক যেহেতু পাঠকের প্রতিনিধি আর পাঠক যেহেতু তার দৈনন্দিন জীবনের লড়াইয়ে সব সময় সব বিষয় ভাবা বা তথ্য যাচাইয়ের সুযোগ পান না। তাই তার হয়ে কাজটি করেন সম্পাদক। কারণ তার কাজটি হলো পাঠকের সামনে যে কোনো ঘটনাকে সঠিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা করা, তার বেশি কিছু করার অধিকার সম্পাদকের ও নেই। কারণ এটাই সত্য। কোনো এজেন্ডা সেট করা বা গেট কিপারের দায়িত্ত্ব প্রাপ্ত তিনি নন। যা অবশ্য অধিকাংশ গণ মাধ্যম করে থাকে। এদের সঙ্গে বঙ্গ বার্তার মৌলিক তফাৎ টি হলো, তার ঘোষিত ভূমিকা।
যে ভূমিকা আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি। কি সেই মতামত ? তা হলো নিরপেক্ষতার মেকি মোড়কে ঢেকে না রেখে
একটি বিশেষ পক্ষকে ধরে চলা।
বঙ্গ বার্তা তাই নিরপেক্ষ নয় প্রতিপক্ষ। কারণ প্রাকিতিক নিয়মেই পক্ষ বদল হয় যেখানে, সেখানে পক্ষহীন কারো থাকা সম্ভব নয়। তাই বঙ্গ বার্তার অবস্থান তারা প্রতিপক্ষ।
হ্যাঁ আপনার লক্ষাধিক মানুষ
যা চান, সেই অবস্থানেই আমরা অনড়। তাই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন হোক, বা ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া, মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ, প্রতিবেশী বাংলাদেশ যাদের স্বাধীনতার জন্য এই দেশের সেনা ও বহু সাধারণ বাঙালি প্রাণহারিয়ে ছেন সেখানে সংখ্যালঘু দের উপর মৌলবাদী তাণ্ডব এবং কাশ্মীরের পহেলগামে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের হত্যা করলো জঙ্গীরা তখন সম্পাদক চুপ করে থাকতে পারে না। তাই এই সম্পাদকীয় কলামের লেখা শুরু হলো।
কিন্তু আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত আমাদের লিখে জানাবেন, সম্পাদকের দরবারে।
বঙ্গবার্তা একমুখী জ্ঞাপনে বিশ্বাসী নয়। বহুমুখী তে বিশ্বাসী, যার অর্থ পরিবার ও সমাজ।
আসুন একটি শান্তিপূর্ণ পরিবেশ,
আনন্দদায়ক জীবন, ভয় মুক্ত মনে, উদার গণতান্ত্রিক চেতনার
বিকাশ ঘটবে এমন একটি সমাজ তৈরি হোক। তার দায় ও আমাদের। আপনার মনের যে কোনো চিন্তা বা কথা বলুন সম্পাদককে নির্ভাবনায়। লক্ষ্যে অবিচল থেকে বঙ্গ বার্তা এগিয়ে চলেছে। যার শপথ হলো
সবার কাছে সবার কথা তুলে ধরা। তাই বঙ্গবার্তা বলে,
সামান্য বা অসামান্য, প্রান্তবাসী বা দেশবরেণ্য বঙ্গ বার্তা সবার জন্য। ভালো থাকুন সকলে,
সমাজের যেখানে যেকোন অন্যায় অপরাধমূলক কাজ দেখলে জানিয়ে রাখুন বঙ্গবার্তাকে। এগিয়ে চলুক সামনের দিকে।
সকল পাঠকদের বাংলা ১৪৩২ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।