চূড়ান্ত যাচাইয়ের আগে বহু ভুয়ো ভোটার ধরলো নির্বাচন কমিশন

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

ভুয়ো ভোটার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল রাজ্য জুড়ে।সেই অভিযোগকে কেন্দ্র করে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বারংবার নির্দেশ দেওয়ার পরেও কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করেই ভোটার তালিকায় নাম তোলার কাজ চালাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের ইআরও। কমিশনের নির্দেশকে যে উপেক্ষা করা হচ্ছে সেই খবর ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আর সেই মতো অনলাইনে তথ্য যাচাই করতে গিয়েই ধরা পড়লো শতাধিক ভুয়ো ভোটারের নাম।

সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল জরুরী ভিত্তিতে তলব করেছিলেন এই তিন ইআরও কে, এদিন তাদের কারণ দর্শানোর জন্য বলা হয়। কোন নথির ভিত্তিতে এইসব নামকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে তা জমা দিতে হবে। যদিও কোন ভাবেই এই তিন জেলার ইআরও সঠিকভাবে কোন উত্তর দিতে পারেননি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের এই সকল নথি পুনরায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

তবে কমিশন সূত্রে খবর যেহেতু এই নথি এবং তথ্য জমা দিতে পারা যায়নি বলেই এই শতাধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে পাশাপাশি কমিশনের আইন এবং নিয়ম অনুযায়ী এই তিন জেলার ইআরওদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। দিনের পর দিন যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে বারবার দ্বারস্থ হয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে আসছে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। কমিশনের কাজে যুক্ত কর্মীদের ও নজরে রাখা হচ্ছে।