মমতার অভিযোগ একপ্রকার মেনেই নিল নির্বাচন কমিশন

বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের এখনও প্রায় এক বছর বাকি। তার আগেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সভায় মমতা অভিযোগ তোলেন ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে। তিনি বলেন মহারাষ্ট্র, হরিয়াণা থেকে লোক এনে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে।এখানেই না থেমে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন দ্রুত ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে হবে। তার জন্য কমিটিও গড়ে দেন তিনি। নেত্ত্রীর নির্দেশ পেয়েই কাজ শুরু করে দেন তাঁরা।
ভোটার তালিকার কাজে নেমে তৃণমূল কর্মীদের নজরে আসে একই এপিক নম্বরে একাধিক লোকের নাম রয়েছে। এই অভিযোগ পাওয়ার পরেই তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হয়।তাদের ব্যাখ্যা সামনে আসার পর তৃণমূলের দাবি কমিশন মমতার অভিযোগ মেনে নিয়েছে।
কমিশন জানিয়েছে, একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম মানেই জাল ভোটার নয়। তারা এও বলেন একজন ভোটারের জন্য একটি এপিক নাম্বার রাখার ব্যবস্থা করা হবে। যেমন আধার কার্ডে থাকে। তৃণমূলের প্রশ্ন রাজ্যে ভোটের এখনও প্রায় এক বছর বাকি। এই সময়ের মধ্যে কমিশন কি এই কাজ করে ফেলতে পারবে।এর সঙ্গে কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন জড়িয়ে রয়েছে।

13:00