ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক

বঙ্গবার্তা ব্যুরো,
আগামী মঙ্গলবার দিল্লীর নির্বাচন সদনে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সি ই ও, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং আইন সচিব। বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করার প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশন এই বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামতও চেয়েছে। ৩০শে এপ্রিলের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের এই তৎপরতার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সভায় তিনি অভিযোগ তোলেন ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে। একই নম্বরে একাধিক ব্যক্তির ্নাম রয়েছে। মমতার অভিযোগের পরেই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। কমিশন প্রথমে এই অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে চায় নি। তারা বলে একই নম্বরে দুই ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়।
পরে অবশ্য তারা ভোটার কার্ডে ত্রুটির কথা স্বীকার করে নেয়। একই সঙ্গে তা সংশোধনের আশ্বাস দেয়। সেই সূত্র ধরেই মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভোটার কার্ডের সঙ্গে আধার যোগের বিষয়েই আলোচনা হবে।