সুষ্ঠু ভোটপর্বের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কর্মসূচি

Election Commission Training and Orientation 2025 India

Upload By K. Halder at 10th March 2025, 10:43 AM

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতবর্ষের মত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট পর্ব এক অতি গুরুত্বপূর্ণ বিষয়।আগামী নির্বাচনে সেই ভোটপর্বকেই সুষ্ঠুভাবে করতে জোরকদমে শুরু হয়েছে নির্বাচন কমিশনের তৃণমূল স্তরের প্রশিক্ষণ কর্মসূচি।এই উপলক্ষ্যে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার এবং জেলা পিআরওদের একদিনের ওরিয়েন্টেশন কর্মসূচি সম্পন্ন হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি এন্ড ইলেকশন ম্যানেজমেন্টে(IIIDEM-এ)।


এই পর্বে পশ্চিমবঙ্গ থেকে আগত ২ জন জেলা নির্বাচন আধিকারিক (DEO), ১২ জন নির্বাচন রেজিস্ট্রেশন আধিকারিক (ERO) এবং ২১৭ জন বুথ লেভেল অফিসারের (BLO) জন্য দু’দিনব্যাপী জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।গত ৪ মার্চ ২০২৫ নির্বাচন কমিশনের উদ্যোগে সিইওদের কনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, নির্বাচন প্রক্রিয়ার তৃণমূল পর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


এদিন IIIDEM-এ মিডিয়া নোডাল অফিসার, সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার এবং জেলা জনসংযোগ আধিকারিকদের জন্য একদিনের ওরিয়েন্টেশন কর্মসূচিও সম্পন্ন হয়েছে। আধুনিক মিডিয়া প্রেক্ষাপটে নির্বাচন অফিসারদের সমন্বয় ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। মোট ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া আধিকারিকরা এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল তথ্য প্রচারের একটি কার্যকর কৌশল গড়ে তোলা, ভুল তথ্য মোকাবিলা করা এবং বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধির কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।


প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার তাঁর ভাষণে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ভোটারদের মধ্যে বিশ্বাস জাগিয়ে তুলতে তথ্য নির্ভর, সময়োপযোগী এবং স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি যথাযথ তথ্যের প্রচারে সক্রিয় ভূমিকা পালন এবং জনগণকে তথ্যবর্জিত ভিত্তিহীন প্রচার থেকে দূরে রাখতে সচেতন থাকার আহ্বান জানান।

14:55