বঙ্গবার্তা ব্যুরো,
চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেন এআই কিনে নিতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকলেন ইলন মাস্ক। যদিও ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।শুধু তাই নয়,পাল্টা ৯.৭৪ বিলিয়ন ডলারে গোটা টুইটার বা এক্স কিনে নিতে পারি বলেও প্রস্তাব দিয়েছেন তিনি।
২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। তবে ওপেনএআই প্রযুক্তি জগতে বড় নাম হয়ে ওঠার আগেই মাস্ক ২০১৮ সালে সেই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। ২০২৩ সালে ইলন মাস্ক নিজের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। তবে চ্যাটজিপিটির বাজার এখন বিশাল। বর্তমানে, মাস্ক ওপেনএআই-এর অলাভজনক সংস্থাটিকে কিনে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার কথা ভাবছেন। মাস্কের আইনজীবী মার্ক টোবারফের মতে, এই প্রস্তাবটি সোমবার ওপেনএআই-এর বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। মাস্কের উদ্দেশ্য হল ওপেনএআই-কে তার মূল উন্মুক্ত-সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক মিশনে ফিরিয়ে আনা।
তবে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান মাস্কের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, না ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা গোটা টুইটার কিনে নিতে পারি ৯.৭৪ বিলিয়ন ডলারে। মাস্ক এই মন্তব্যের জবাবে অল্টম্যানকে প্রতারক বলে উল্লেখ করেছেন। যদিও মাস্কের এই প্রস্তাবে ওপেনএআই-এর ভবিষ্যত কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়েই প্রশ্ন উঠেছে।
টুইটারের পর এবার ওপেনএআই কিনে নিতে চান ইলন মাস্ক,পাল্টা অল্টম্যানের
![Elon Musk Offers to Buy OpenAI for $97.4 Billion, Altman Responds](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/musk-open-ai-bid-2025.webp)