বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
ম্যাচ শুরুর আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। সেই দলে চমকে দেওয়া নাম লিয়াম ডসন। লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন ইংরেজ স্পিনার শোয়েব বশির। ম্যাচ শেষ হওয়ার পরেই তাঁর আঙুলে অস্ত্রোপচার করাতে হয়। তাঁর পরিবর্ত হিসাবে প্রথম একাদশে আনা হয়েছে ডসনকে। উল্লেখ্য, ৩৫ বছর বয়সি এই স্পিনারের টেস্ট অভিষেক হয় ভারতের মাটিতেই। ২০১৬ সালে চেন্নাইয়ে খেলেছিলেন তিনি।
ইংল্যান্ড দলের ক্রিকেটার হ্যারি ব্রুক বলেন, “ম্যাকালাম আমাদের বললেন, আর ভাল মানুষ হয়ে থাকলে চলবে না। এত দিন অনেক চুপ থেকেছি। এ বার ওদের সরাসরি জবাব দিতে হবে। মাঠে আগ্রাসন দেখাতে হবে। চতুর্থ দিন ওদের জবাব ভাল সুযোগ আমরা পাব।”
এদিকে, চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। নেই নীতিশ রেড্ডি এবং অর্শদীপ সিং। ভারতীয় অলরাউন্ডার সিরিজের বাকি দুই টেস্টেই নেই। তবে এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি বোর্ড। অর্শদীপের জায়গায় অংশুল কম্বোজকে নেওয়া হয়। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে।ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে আপাতত ২-১ এগিয়ে ইংল্যান্ড। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। এই মাঠে টেস্টে ভারত আজ পর্যন্ত একটা টেস্টও জেতেনি।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।