ইউক্রেনের পাশে দাড়িয়ে ইউরোপের শীর্ষবৈঠক, গৃহীত চার দফা পরিকল্পনা

বঙ্গবার্তা ব্যুরো,
হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তর্কবিতর্কের দু’দিন পরই লন্ডনে আয়োজিত হল শীর্ষবৈঠক। এতে ইউক্রেনসহ ১৮টি দেশের শীর্ষনেতারা অংশ নেন। ‘সিকিউর আওয়ার ফিউচার’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার পক্ষে একমত হন, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গেই রাখতে চান। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা গৃহীত হয়:


১। ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর আর্থিক চাপ বজায় রাখা।
২। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন এবং শান্তি আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা।
৩। ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর ব্যবস্থা গ্রহণ।
৪। ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ গঠন, যার লক্ষ্য ইউক্রেনের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইউরোপের কোথাও সংঘাত চললে তা সবার দরজায় ধাক্কা দেবে।” তিনি আরও জানান, যুক্তরাজ্য ইউক্রেনকে ২০০ কোটি ডলার দেবে, যা দিয়ে তারা পাঁচ হাজার এয়ার ডিফেন্স মিসাইল কিনতে পারবে। এছাড়াও রাশিয়ার ফ্রিজ করা সম্পদের লভ্যাংশ থেকে ২২০ কোটি ইউরো ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লিয়েন বলেন, “ইউরোপকে সামরিক দিক থেকে আরও সজ্জিত হতে হবে।” ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে জানান, “যতদিন সম্ভব ইউক্রেন যাতে লড়তে পারে, সে জন্যই এই বৈঠক।” বৈঠকের পর জেলেনস্কি জানান, “লন্ডনের শীর্ষবৈঠক থেকে তার মনে হয়েছে, ইউরোপ এক হয়ে ইউক্রেনের পাশে আছে।”