Published By Subrata Halder, 22 May 2025, 03:02 p.m.
বাংলার লোক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার কাজে তার অবদান অনস্বীকার্য। যিনি বাউল গানকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। বীরভূমের ছোট্ট পরিবার থেকে উঠে আসা প্রান্তিক এই মানুষটি রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছেন শিল্প প্রতিভার স্বীকৃতি।

২০১৩ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। দেশ বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন।
৯২ বছর বয়সে আজও ভারতীয় লোক সঙ্গীত বাউল গানের সেই মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে চলেছেন। এই মহান সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা জানালো হল আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার পক্ষ থেকে। কলকাতার আয়কর ভবনে লোক তরঙ্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, পশ্চিমবঙ্গ ও সিকিমের মুখ্য কমিশনার নীরজ কুমার, রোয়ার সদস্য নিবেদিতা বিশ্বাস , দপ্তরের কর্মচারীবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।

