বঙ্গবার্তা ব্যুরো,
পূর্বভারতে এই প্রথম ক্রিমিনো লজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়টি নিয়ে এমএ, এমএসসি স্নাতকোত্তর ডিগ্রি চালু করলো পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুটি ডিগ্রির আনুষ্ঠানিক পাঠক্রমের সূচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি
তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, পীড়িত বা ক্ষতিগ্রস্থদের সঠিক বিচার পেতে হলে সঠিক তদন্ত রিপোর্ট হওয়া প্রয়োজন। কিন্তু তা হচ্ছে কই। বেশির ভাগ সময় দেখা যায়, ময়না তদন্তে দুবার দুরকম রিপোর্ট আসছে। তাহলে বিচারপতি কি ভাবে সঠিক বিবেচনা করবেন। কোন তথ্য টিকে ধরে।
সাইবার অপরাধ নিয়েও বিচারপতি হতাশা ব্যক্ত করেন। তার কথায় প্রযুক্তির সাহায্য নিয়ে সাইবার অপরাধীরা নিখুঁত অপরাধ করার কাজে এগিয়ে গেলো, কিন্তু তাদন্ত কারীরা অপরাধীদের সঠিক ধারা প্রয়োগ করতে পারছে না। এক্ষেত্রে সুবিধা পাচ্ছে অপরাধীরা। নতুন পাঠক্রম এই দুই ধরনের অপরাধ মোকাবিলায় কার্যকর হবে। বিচারপতি সুগত মজুমদার বলেন, অপরাধ বিচার পদ্ধতির
এই ধরনের পাঠক্রম গুরুত্বপূর্ণ।
বিচারপতি অনন্যা বন্দোপাধ্যায় বলেন, ভিকটিমোলজি আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইমের মহা নির্দেশক সঞ্জয় সিংহ বলেন চলতি বছরে ৩০ হাজার কোটি টাকা লুট করেছে সাইবার অপরাধীরা। বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। ডিজিট্যাল অ্যারেস্ট প্রতারণা সারা দেশ জুড়ে বাড়ছে। এর বিরুদ্ধে সতর্কতাও বিশেষ প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মল কান্তি চক্রবর্তি বলেন বিশ্ববিদ্যালয়ে সিলেবাস অনেক আধুনিক ও উন্নত মানের। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

