এশিয়া কাপে অভিজ্ঞতাকে গুরুত্ব ফিরছেন তারকা ক্রিকেটার

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের দল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপে দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে। শেষবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান তারকা ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় চ্যাম্পিয়নও হয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই ইংল্যান্ড সিরিজে শ্রেয়সের বাদ পড়াটা অনেকেই ভালো ভাবে দেখেননি।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গেই গুঞ্জন তবে কি গম্ভীরের ক্ষমতা হ্রাস পেতে চলেছে? যদিও বোর্ডের তরফে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক এবং ভারতের মিডল অর্ডারের দুর্বলতার কথা মাথায় রেখে আবারও শ্রেয়সকে ফেরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শ্রেয়সের মতো ভালো এবং অভিজ্ঞ ক্রিকেটার সব ফরম্যাটের মিডল অর্ডারে দরকার। ইংল্যান্ডে ওকে আমরা মিস্ করেছি। নির্বাচকেরা জানেন যে শ্রেয়স স্পিন বোলিং খুবই ভাল খেলতে পারে। আগামী কয়েক মাসে ঘরের মাঠে সেটাই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ়‌ এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটো করে টেস্ট খেলব আমরা।”

শ্রেয়সের অধিনায়কত্বে আইপিএল ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। তবে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পাননি। নির্বাচকেরা আস্থা দেখিয়েছেন করুণ নায়ারের উপরে। ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান করা ছাড়া করুণ বিশেষ কিছু করে দেখাতে পারেননি।