রুশ রাষ্ট্রপতি পুতিনের গাড়িতে বিস্ফোরণ, হত্যার চেষ্টার ছক বলে সন্দেহ

Postade By Subrata Halder on 30th March 2025 ,02:50 Pm

বঙ্গবার্তা ব্যুরো,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়ির কনভয়ের দামী একটি লিমুজিন গাড়িতে বিস্ফোরন। বিস্ফোরনের ঘটনাস্থল রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দফতরের খুব কাছে। তবে ওই সময় গাড়িটি ফাঁকা ছিল।বিস্ফোরণের পরেই লিমুজিনটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার কর্মীরা ছুটে আসেন। গাড়িটি রুশ প্রেসিডেন্টের যাতায়তের জন্যে বরাদ্দ। বিস্ফোরণে আগুন ধরে যাওয়া অরাস সেনাট লিমুজিনটির দাম ২ লাখ ৭৫ হাজার পাউন্ড।
লিমুজিনে আগুন লাগার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আগুন গোটা গাড়িটিকে গ্রাস করছে এবং তারপরে গোটা গাড়িই জ্বলে যাচ্ছে। এদিকে সেই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আশেপাশের বিল্ডিং থেকে অনেকেই এসে সেই গাড়ির আগুন নেভাতে সহায়তা করছেন।
যদিও প্রাথমিক ভাবে গাড়ির ইঞ্জিন থেকে এই আগুন লাগে বলে অনুমান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দ্য সান। গাড়িতে এই বিস্ফোরণের পরেই রুশ নেতাকে হত্যার চেষ্টার জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য আলোচনা চলছে। সেই আলোচনায় মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

05:07