Published By Subrata Halder, 15 June 2025, 09:08 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ধর্মীয় ভাবাবেগে আগাতের অভিযোগে শিখ সংগঠন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল।
আজ কলকাতা প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের সামনে এক সদস্য বলেন, এই ব্যাপারে যদি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন শুরু করব।
আসানসোল, পুরুলিয়া সহ বিভিন্ন গুরুদুয়ারে শিখ সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তারা বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে খালিস্তানি বলার সময় তখনও আমরা টানা ৩৬ দিন প্রতিবাদ করেছি। এবার সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলন শুরু করব। মহেশ তলার ঘটনার পরিপ্রেক্ষিতে হাজরায় তুলসী গাছ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে গেলে তাকে আটক করে পুলিশ।
প্রিজন ভ্যানে তোলার সময় তিনি একজোড়া নীল সাদা হাওয়াই চটি ভ্যান থেকে নিচে ছুঁড়ে দেন।
পুলিশ কে লক্ষ্য করে। তার প্রেক্ষিতে বিষয় টি অপমান জনক বলে মনে করছেন শিখ সম্প্রদায়ের মানুষ।