ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিদ্বেষ ছড়ানো, কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের

Fake Accounts Spreading Hate West Bengal

Upload By K. Halder at 24th April 2025, 11:56 AM

বঙ্গবার্তা ব্যুরো,
কিছুদিন আগেই মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে ওয়াকফ বিরোধী আন্দোলনের সূত্রেই এই হিংসা ছড়িয়েছিল। হিংসায় দুজনের মৃত্যু হয়, বহু মানুষ ঘরছাড়া। আশ্রয় শিবির থেকে অনেকে ফিরেছেন ঘরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পহেলগাময়ের ঘটনায় রাজ্যের পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্য পুলিশ প্রশাসন। পুলিশ কর্তাদের পর্যবেক্ষণ, বহু মানুষ ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিদ্বেষ ছড়ানোর কাজ শুরু করে দিয়েছে। পুলিশ এমন বহু অ্যাকাউন্ট চিহ্নিত করে সে গুলি ব্লক করে দিয়েছে ইতিমধ্যেই।


এই অবস্থায় রাজ্য পুলিশ সমাজ মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। এই ভুয়ো অ্যাকাউন্ট গুলিতে দাবী করা হচ্ছে তারা মুর্শিদাবাদের বাসিন্দা। এইসব অ্যাকাউন্ট থেকে লাগাতার বিদ্বেষ ছড়ানো হচ্ছে।


পুলিশ বলেছে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা করে ভুয়ো মেসেজ ছড়ানো হচ্ছে। পুলিশের আবেদন এই ধরণের মেসেজ পেলে তা শেয়ার করবেন না। পুলিশকে এই মেসেজের খবর দিতে অনুরোধ করা হয়েছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এই ধরণের অ্যাকাউন্ট ব্লক করার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপও করা হচ্ছে।

10:54