ভারতীয় চলচ্চিত্রের বীরুর বিদায়

বঙ্গবার্তা বিনোদন ডেস্ক,

Published by -Jyotirmay Dutta: Posted November 24.11.2025 at 14:10pm

ছবি-সোশ্যাল মিডিয়া

চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের ছয় দশকের একটি সোনালি সফর শেষ হলো।সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে, যদিও সেই খবর সত্য ছিল না, সুস্থ হয়ে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র।

বলিউডের সোনালি যুগে যখন প্রেম মানেই কবিতা, নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক তখনই আবির্ভাব হয় এক অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক, নির্ভীক যোদ্ধা এবং পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে ‘হ্যান্ডসাম হিরো’ এই খ্যাতি তার নামের সঙ্গে জুড়ে থাকলেও কখনো হারান নি মানবিকতা ও আপনত্ব। আর তার সেই অমায়িক ব্যবহার তাকে শুধু চলচ্চিত্র জগতেই নয়, সর্ব স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে। তবে পথ চলা শুরু হয়েছিল বিজ্ঞাপন জগতে । ষাটের দশকের মাঝামাঝি, তার একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয় ধর্মেন্দ্র।

ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুবার বিবাহ করেছেন। প্রথম স্ত্রী,প্রকাশ কৌর। পরে অভিনয় সূত্রে প্রেম ও বিবাহ করেন হেমা মালিনিকে। হেমা ও ধর্মেন্দ্রর দুই কন্যা এষা ও অহনা দেওল। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। তার দীর্ঘদিনের সহ যোদ্ধা, বন্ধু আমিতাভ বচ্চন গভীর শোক প্রকাশ করেছেন।