বঙ্গবার্তা ব্যুরো,
কানাডা, চিন এবং মেক্সিকোর উপর ডোনাল্ড ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের জেরে তৈরি হওয়া বৃহত্তর বাণিজ্য যুদ্ধের শঙ্কা ধাক্কা দিল ভারতীয় শেয়ার বাজারে। এই ধাক্কা এতটাই জোরালো হল যে গত শনিবারের কেন্দ্র সরকারের প্রচারে আনা জনমুখী বাজেটও তা সামাল দিতে পারল না। সোমবার ইক্যুইটি বেঞ্চমার্ক সূচক সেনসেক্স এবং নিফটি পতনের মুখ দেখে অনেকটাই। সকাল ১১টায় বিএসই সেনসেক্স ৪০০ পয়েন্টেরও বেশি কমে ৭৭,০৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে নিফটি ৫০ একধাক্কায় ১৬০ পয়েন্টেরও বেশি হ্রাসের পর ২৩,৩২০ পয়েন্টে নেমে আসে।পাশাপাশি ডলারের বিপরীতে টাকার দর রেকর্ড সর্বনিম্ন ৮৭.২৯ তে পৌঁছে যায়।প্রথমবারের মতো মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য আরও দূর্বল হয়ে ৮৭ র উপরে চলে গেছে।
কিন্তু এমন পতনের কারণ কী? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিনিয়োগ বিশেষজ্ঞ ভিকে বিজয়কুমার জানিয়েছেন, “একটি চমৎকার বাজেট সত্ত্বেও, ট্রাম্পের শুল্ক এবং এই ‘শুল্কের প্রাথমিক রাউন্ড’-এর ফলে বিশ্বব্যাপী অনিশ্চয়তা বৃদ্ধির কারণে শেয়ার বাজার চাপের মধ্যে থাকছে।” এদিন বাজারে ধাক্কা খেয়েছে ৩০-শেয়ারের ব্লু-চিপ প্যাক থেকে লারসেন অ্যান্ড টুব্রো, এনটিপিসি, টাটা স্টিল, পাওয়ার গ্রিড, টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তুলনায় ভাল ফল করেছে টাইটান, মারুতি, নেসলে এবং বাজাজ ফিনসার্ভ।