Published By Subrata Halder on 3rd April 2025 at 09:45am
বঙ্গবার্তা ব্যুরো,
গুজরাটের জামনগরে সুবর্দা গ্রামে ভেঙে পড়লো ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। জাগুয়ার ওই যুদ্ধ বিমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হঠাৎ ই ইঞ্জিন বিকল হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে। বিমানের মধ্যে থাকা পাইলটের মৃত্যু হয়েছে, সহকারীর গুরুতর আহত বলে বিমান বাহিনী সূত্রে জানানো হয়েছে।
