ছুটির দিন সাত সকালেই আগুন সন্তোষপুর স্টেশনে

বঙ্গবার্তা ব্যুরো,
ছুটির দিন সাত সকালেই আগুন লাগার জেরে আতঙ্ক ছড়াল সন্তোষপুর স্টেশন। রবিবার সকাল ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে থাকা ঘুমটি ও দোকানে আগুন দেখতে পান প্ল্যাটফর্মে থাকা লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে আগুন লাগার ফলে প্রায় চল্লিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কেউ হতাহত না হলেও আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতি হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। তবে কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট না হলেও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।