পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, সতর্ক প্রশাসন

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট

টানা চারদিন একটানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গের অনেক জেলায়। তার মধ্যে ডিভিসি ৮৬ হাজার কিউসেক জল ছাড়ায় রাজ্যের ঘাটাল মহকুমা ও দক্ষিণবঙ্গসহ বেশ কয়েকটি জেলা প্লাবিত।

ডিভিসির ছাড়া জল ও লাগাতার বৃষ্টিতে কংসাবতী, শিলাবতি, রূপনারায়ণের মতো নদী গুলি ফুঁসছে। বেশির ভাগ নদীর জল বিপদসীমা ছুঁয়েছে।

ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ডের বহু বিঘা জমি জলের তলায়। নতুন করে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়েছে। চন্দ্রকোনা-১, চন্দ্রকোনা-২ ব্লক ও ঘাটাল ব্লকের কয়েকটি গ্রামে জল ঢুকেছে। পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোলরুম খুলেছে প্রশাসন। জারি করা হয়েছে হাই এলার্ট। ঘাটালের মহারাজাপুর এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির।

যেসব গ্রামে এরই মধ্যে জল ঢুকেছে, সেসব গ্রাম থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন।

ঘাটালের বাসিন্দা সুমন পোদ্দার বলেন, অনেক দোকান জলে ডুবে গেছে। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। ঘরবাড়ি ভেসে গেছে। পানীয় জলের সঙ্কট তীব্র।

বন্যাকবলিত এলাকার বাসিন্দা আয়েশা বিবি বলেন, এই বন্যায় কোনোরকম সরকারি সাহায্য তারা পায়নি। গরু রাখার জায়গাটুকুও নেই। ত্রিপলের জন্য গিয়েছিলেন কিন্তু সেটাও পাননি।

সেচমন্ত্রী মানস ভূঁইয়া বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল গেছেন। সেখানে মহকুমা শাসক, প্রধান সচিব জেলা কৃষি কর্মকর্তা ও জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মানস ভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কাজ চলছে। তবে জুন জুলাই মাসে এত বৃষ্টি তিনি দেখেননি।

08:00