বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন যুক্তরাষ্ট্রের পথেই হাঁটার সিদ্ধান্ত নিলো আর্জেন্টিনা। বিশ্ব স্বাস্থ্যসংস্থা ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে দিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র ডব্লিউএইচও থেকে দেশটির বেরিয়ে যাওয়ার বিষয়ে জানিয়েছেন।বলা হয়েছে, কোনও আন্তর্জাতিক সংস্থাকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অনুমতি দেবে না আর্জেন্টিনা।
আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ অনুসরণ করার পিছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ মহামারী ব্যবস্থাপনার ব্যর্থতাকেই দায়ী করেছেন। গৃহবন্দী দশাকে তিনি গুহাবাসীদের কোয়ারেন্টাইন কিক হিসেবে বর্ণনা করে, মানবতার ইতিহাসে সবচেয়ে অদ্ভুত অপরাধগুলির মধ্যে একটি বলে ব্যখ্যা করেন। ২০শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ থেকে বেড়িয়ে যাওয়ার একটি আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প।আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত।এবার আর্জেন্টিনাও ট্রাম্পের সেই দেখানো পথে হাঁটল।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল অ্যাদরনি জানিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য দেশগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাদের স্বাধীনতায় ঘাটতি আছে। ট্রাম্পেরও একই রকম দাবি ছিল যে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ কোভিড-১৯ মহামারি এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটকে যথাযথভাবে সামাল দিতে পারেনি।