বেলেঘাটায় অনুর্ধ ১৩ ছেলে ও মেয়েদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা

Published By Subrata Halder, 08 June 2025, 10:29 p.m

বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার পূর্ব কলকাতার বেলেঘাটায় হয়ে গেল খুদে ফুটবলারদের এক অভিনব প্রতিযোগিতা। ছেলেদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল মেয়েরা। মেয়েদের টিম বিটিএ, সিএসজেসি ফুটবল স্কুলকে এই ম্যাচে ৩-২ হারায় ছেলেদের প্রমিসার্স ফুটবল অ্যাকাডেমি। ম্যাচ পরিচালনা করেন প্রাক্তন নামী রেফারি চিত্তদাস মজুমদার। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, শান্তি মল্লিক ও ক্যাকটাস ব্যান্ড-খ্যাত সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় বা সিধু ও অভিজিৎ বর্মন, ক্যালকাটা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা, প্রাক্তন পুলিশ আধিকারিক সুরজিৎ দে প্রমুখ।

22:32