Published By Subrata Halder on 2nd April 2025 at 02:14 pm
বঙ্গবার্তা ব্যুরো,
অর্জুন সিংকে খোঁচা দিলেও তার পাশেই দাঁড়ালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন আসলে সমস্যা হল উনি একটু এদিক ওদিক করেন। তাই কর্মীদের সমস্যা হয়। ওনার উচিত একটা স্ট্যান্ড নিয়ে চলা। একই সঙ্গে তিনি বলেছেন অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার পিছনে লেগে রয়েছে পুলিশ।
২৬ মার্চ তার বাড়ির সামনে গুলি চলে। গুলিতে এক ব্যক্তি আহত হন। এই ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য অর্জুন সিংকে ডেকে পাঠায় পুলিশ। তিনি না আসায়, ওসি নিজেই তার বাড়িতে যান। অর্জুন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। পুলিশ এই ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করে। মহকুমা আদালত অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে তাঁকে আগামী ২৪ ঘন্টা গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়ে দেন। আগামী বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হবে। তবে দিলীপ ঘোষ অর্জুন সিংয়ের সমালোচনা করে বলেন, রাজ্য সরকারের পুলিশ তাঁর বিরুদ্ধে ১০০ র বেশি মামলা করেছে। এই সব মামলাই মিথ্যে। আদালতও জানে এগুলি মিথ্যে। দিলীপ ঘোষের প্রতিবাদ, অর্জুন সিং এই সব মামলার বিরুদ্ধে লড়াই করছেন, বিজেপি তার পাশে আছে।