Upload By K. Halder at 21th March 2025, 04:24 PM
বঙ্গবার্তা ব্যুরো,
কর্ণাটকের প্রাক্তন ডি জি ওমপ্রকাশ খুনে নয়া মোড়। তার ছেলে কার্তিক জানিয়েছে তার মাই এই খুন করেছেন। কার্তিকের বয়ানের ভিত্তিতে ওমপ্রকাশের স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশকে কার্তিক জানিয়েছেন তার মা ধীর্ঘদিন ধরে মানসিক অসুখে ভুগছিলেন। ১২ বছর ধরে তিনি স্কিৎজোফ্রেনিয়ার রোগী। পরিবারের বাকি সদস্যদের কাছ থেকেও এই একই অভিযোগ পাওয়া গেছে। তারাও জানিয়েছেন, ওমপ্রকাশের স্ত্রী পল্লবী এই রোগের কারণে নানা রকম ভ্রান্ত ধারণায় ভুগতেন। তিনি মনে করতেন স্বামী তার ক্ষতি করে দিতে পারে। এই ধারণা থেকে তিনি স্বামীকে বন্দুক দেখিয়ে ভয়ও দেখিয়েছেন।
বেঙ্গালুরুর কমিশনার জানিয়েছেন প্রাথমিক ভাবেই তাদের মনে হয়ছিল এটি ঘরোয়া বিবাদের ফল। এখন ছেলের বয়ানের পর তা আরও স্পষ্ট হল। মেয়ে কৃতি এবং স্ত্রী পল্লবীকে জেরা করার জন্য আটক করেছে পুলিশ।