পীযুষ চক্রবর্তী: রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশেষে জামিন পেলেন। বুধবার কলকাতার বিচার ভবন শর্তসাপেক্ষে জামিন দিয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে। দুটি ২৫ হাজার টাকার বন্ড এবং ৫০ লক্ষ টাকার বন্ডে জামিন পান। সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেয়ে নিজের সল্টলেকের বাড়িতে গিয়ে ওঠেন। এদিন আদালত জামিন দেওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে ভিড় জমিয়েছিলেন বালুর অনুগামীরা। বিকেল সাড়ে ৫টা নাগাদ জেল থেকে বেরিয়েই মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের গাড়িতে ওঠেন প্রাক্তন মন্ত্রী। তবে জেল থেকে বেরনোর পর কোনও মন্তব্য করেননি বালু। এর আগে জামিনের শুনানিতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির ‘রিং মাস্টার’ বলে বর্ণনা করেছিল ইডি। ইডি দাবি করেছিল, জ্যোতিপ্রিয় ‘দুর্নীতির গঙ্গাসাগর’। নদীর শাখা-প্রশাখা যেমন সাগরে মেশে, তেমনই দুর্নীতিকারীদের গন্তব্যস্থল ছিলেন তিনি। এই মামলায় জ্যোতিপ্রিয় ছাড়া আর এক তৃণমূল নেতা শংকর আঢ্য ও বাকিবুর রহমান আগেই জামিন পেয়েছিলেন।