পীযূষ চক্রবর্তী,
প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার পরিচারকের রক্তাক্ত দেহ। শনিবার সকালে প্রাক্তন ফুটবলারের সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হয় পরিচারকের দেহ। তাকে খুন করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত-ও ওই বাড়িতেই পরিচারকের কাজ করত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পিকের
সল্টলেকের জিডি ব্লকের বাড়িতে দুই পরিচারকের মধ্যে বচসা হয়। বচসা থেকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখনই অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরিচারকের। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কী কারণে এই বচসা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকের অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তার মেয়েরা। তবে খুনের ব্যাপারে বা বচসার ব্যাপারে তারা কিছু জানেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ওই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখা শুরু করেছেন তদন্তকারীরা। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক পিকের বাড়িতে খুনের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।
প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে খুন পরিচারক
