Published By Subrata Halder, 15 May 2025, 07:09 pm
বঙ্গবার্তা ব্যুরো,
পাকিস্তানের কাছে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে হরিয়ানার এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর।
ধৃত ব্যক্তির নাম নওমান ইলাহী, বয়স ২৪। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা পানিপথে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।
কারনাল জেলা পুলিশ সুপার গঙ্গা রাম পুনিয়া জানান, নওমান ইলাহী পাকিস্তানের কিছু লোকের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।
তদন্তের স্বার্থে ইলাহীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল ডিটেইলস দেখা হচ্ছে। পুলিশের দাবী, তার সঙ্গে পাকিস্তানে কারা যোগাযোগ রাখছিল,তদন্তের স্বার্থে এখনই সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাবে না।
গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। সীমান্তে চার দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১০ই মে দুই দেশ সমঝোতায় পৌঁছয়। সব ধরনের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার কিছুদিন আগেই পাঞ্জাব পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। তাদের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছিল।
হরিয়ানা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা রাজ্যে সতর্কতা জারি রয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

