মন্ত্রিত্ব গেলেও জামিন পেয়ে ট্রেজারি বেঞ্চে ফিরছেন প্রাক্তন বনমন্ত্রী

former ministers Jyotipriyo Mallick to the treasury bench

বঙ্গবার্তা ব্যুরো,
মন্ত্রীত্ব গেলেও ট্রেজারি বেঞ্চেই বসবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্য রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই তার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র বিধানসভায় দাখিল করেছেন তিনি।। তারপর আজ অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায় সরস্বতী বন্দনায় যোগ দিতে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়কে জানালেন এবার বাজেট অধিবেশনে উপস্থিত থাকছেন তিনি। তবে মন্ত্রী হিসেবে নয়, এবার তিনি থাকবেন একজন সাধারণ বিধায়ক হিসেবে। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ইতিমধ্যেই তাঁর বাজেট অধিবেশনে বসার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে। জানা গিয়েছে, এবার বাজেট অধিবেশনে তিনি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পাশের আসনেই থাকবেন। বিধানসভার তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর জন্য ওই আসনটি নির্ধারিত করা হয়েছে। গতকালই রাজ্য বিধানসভার তরফ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার বিধায়ককে দুটি স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করেছেন অধ্যক্ষ। মন্ত্রিত্ব না থাকায় এবার তিনি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি উৎস সংক্রান্ত দুটো কমিটিতে জায়গা পেয়েছেন। তারপর আজ বিধানসভার অধিবেশনে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগদান নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেহেতু আদালতের রায়ে বিধায়ক হিসাবে তার কাজকর্মে কোন বাধা নেই। খুব স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয়। আর সে কারণেই প্রাক্তন মন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন। তিনি বললেন আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। এক্ষেত্রে রাজ্যপালের ভাষণের মাধ্যমেই বাজেট অধিবেশনের সূচনা হবে। রাজ্যপালের ভাষণের উপর একদিন আলোচনার জন্য সময় থাকছে। ১২ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে। অধ্যক্ষ জানিয়েছেন, বাজেট অধিবেশন এবার দুভাগে ভাগ করে হবে। প্রথম দফায় দশ দিনের জন্য অধিবেশন চলবে। তারপর কিছুদিনের বিরতি। ওই বিরতির পর আবার রাজ্য বিধানসভায় দফাওয়ারি বাজেট অনুষ্ঠিত হবে। বাজেট অধিবেশনের প্রথম দফা চলবে ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর কয়েক দিনের বিরতি নিয়ে দ্বিতীয় দফায় যে দফাওয়ারি বাজেট সেটাও চলবে আরো ১০-১২ দিন।