বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
নিউ ইয়র্কের পেনসেলভেনিয়া থেকে হঠাৎ নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত দুই বৃদ্ধ দম্পতি সহ ৪ জন।গত পাঁচদিন ধরে তাদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। গত ২৯ শে জুলাই পেনসেলভেনিয়ার এরি শহরের একটি বার্গার কিং রেস্তোরায় তাঁদের শেষ দেখা যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া আশা দিওয়ান, কিশোর দিওয়ান, শৈলেন দিওয়ান এবং গীতা দিওয়ানের বয়স ৮০ বছরের উপরে। নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে প্রভুপাদের প্যালেস অফ গোল্ডে যাওয়ার কথা ছিল সকলের। যাওয়ার পথেই শেষবার এরি শহরের বার্গার কিং রেস্তোরার সামনে দাঁড়িয়েছিলেন। সেখানকার একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। যেখানে নিখোঁজদের মধ্যে দু’জনকে রেস্তোরার ভিতরে দেখা গিয়েছে।
মার্শাল কাউন্টির শেরিফ মাইক স্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই পরিবারটি প্রথমে পিটাসবার্গ ও পরে পশ্চিম ভার্জিনিয়ার মাউন্ডসভিল যাওয়ার পরিকল্পনা করেছিল। কয়েকটি সূত্র হাতে এসেছে, তবে এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিউ ইয়র্কের বাফেলো শহরে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
এই ঘটনায় দ্য কাউন্সিল অব হেরিটেজ অ্যান্ড আর্টস অব ইন্ডিয়ার সভাপতি সিবু নায়ার জানিয়েছেন, তারা ধর্মীয় সফরে বেরিয়েছিলেন, এখনও নিখোঁজ। বিষয়টি নিয়ে সকলেই খুব চিন্তিত।

