বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য সচিবালয় নবান্নে ইউনিসেফ এর চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হলো আজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনা করেন, ইউনিসেফের ভারপ্রাপ্ত মিসেস সিন্থিয়া ম্যাকফ্রে ও তাঁর সহযোগীরা।
দক্ষিণ পূর্ব এশিয়ার ভারপ্রাপ্ত এবং পশ্চিমবঙ্গে ইউনিসেফ এর দায়িত্ব প্রাপ্ত সুচরিতা বর্ধন বলেন বেশ কিছু সামাজিক বিষয় নিয়ে কথা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ।