Published By Subrata Halder on 4th April 2025 at 04:52pm
পীযূষ চক্রবর্তী,
ফের আইপিএলে বেটিং করতে গিয়ে গ্রেফতার। বৃহস্পতিবার গিরিশ পার্কের একটি ক্যাফে থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতেরা হল আদর্শ নিগম, প্রভাত জয়সওয়াল, শাদাব আলি এবং মজিদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি মোবাইল এবং একটি টিভি।
জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বেটিং করতে গিরিশ পার্কের বিবেকানন্দ রোডের কাছে একটি ক্যাফেতে জমায়েত হয়েছিল ওই চারজন। মোবাইলের একটি অ্যাপ ব্যবহার করে আইপিএলের ম্যাচে বেটিং চালাচ্ছিল তারা। সেই খবর গোপন সূত্রে আগে পেয়ে যায় লালবাজারের গোয়েন্দারা। এইমাত্র সেখানে তারা হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলে ওই চারজনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি মোবাইল ও একটি টিভি। এর আগেও আইপিএলে ব্যাটিং করার অভিযোগে পোস্তা থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল লালবাজারের গোয়েন্দারা।
মূলত স্কাইবাইট ৩৬৫, কেরালা এক্স সি এইচ, গেমসওয়ালার মতো অ্যাপগুলি দিয়ে ওই চক্র বেটিং চালাচ্ছিল। কে ম্যাচে সর্বাধিক স্কোরার হবে, কোন দল ম্যাচ জিতবে, কে ম্যান অব দ্য ম্যাচ হবে, কে বেশি উইকেট পাবে, মূলত এই সমস্ত জিনিসগুলোই বেটিংয়ে থাকত। সঠিক উত্তর দিতে পারলে অটুট টাকা মিলবে এই ভেবেই হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা ব্যয় করত বহু যুবক যুবতী।