প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, জানালেন ইমানুয়েল ম্যাক্রো

France Palestine State Recognition 2025

Upload By K. Halder at 10th March 2025, 01:17 PM

বঙ্গবার্তা ব্যুরো,
আগামী কয়েক মাসের মধ্যে তাঁর দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়ে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।বুধবার এক টেলিভিশনে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট জানান চলমান ইজরায়েল– প্যালেস্তাইন সংঘাত নিয়ে আগামী জুনে রাষ্ট্রসঙ্ঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান তিনি। ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইজরায়েল এবং প্যালেস্তাইন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে। তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল।


এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্যালেস্তাইন সরকারের বিদেশমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন জানিয়েছেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি প্যালেস্তেনীয় মানুষের অধিকার রক্ষা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে। তবে এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইজরায়েল বলেছে, প্যালেস্তাইন রাষ্ট্রের পক্ষে যেকোনো ‘একতরফা স্বীকৃতি’ হামাসের পক্ষে ভূমিকা রাখবে।


তথ্য বলছে রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টি রাষ্ট্রই প্যালেস্তাইনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।২০২৪ সালেই প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস।

09:38