গনমাধ্যমের স্বাধীন মত প্রকাশ রাষ্ট্রদ্রোহ নয়: সুপ্রিম কোর্ট

বঙ্গবার্তা ব্যুরো,

সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে মতামত ব্যক্ত করলো সুপ্রিম কোর্ট। আজ ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মাননীয সূর্যকান্ত ও জয়মাল্য বাগচী এই মত ব্যক্ত করেন। ২০২০ সালের ৫ ই অক্টোবর উত্তর প্রদেশের হাতরাসে গনধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আন্দোলন কভার করতে যান সমাজমাধ্যমের সাংবাদিক কেরলের সিদ্দিক কাপ্পান। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাকে মাঝপথে বাধা দেয় ও গ্রেফতার করে জেলেপাঠায়।

তার সঙ্গী ফাহাদ শাহ, আসিফ সুলতান, রূপেস সিং,পাওজেল চাওবা, গৌতম নাভালখা,প্রবীর পুরকাসথ,সাজ্জাদ গুলকে ও গ্রেফতার করে জেলে পাঠান হয়।তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা দেশদ্রোহ মামলা দায়ের করা হয়।তবে তখনই এর বিরুদ্ধে সরব হয় সাংবাদিক মহল। তাদের দাবী, রাষ্ট্রের মানুষের জন্য অন্যায়ের প্রতিবাদ খবর করতে গণ মাধ্যম দায়বদ্ধ। তার জন্য, তাদের জেল বন্দি বা রাষ্ট্রদ্রোহী বলা যায় না।

অপারেশন সিঁদুর নিয়ে আসমের একটি নিউজ পোর্টাল ও তার সম্পাদকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ নং ধারায় আসম পুলিশ কেস করে। যে ধারায় দেশের অখণ্ডতা, সার্বভৌমত্বের বিষয় উল্লেখিত রযেছে।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সাংবাদিকতাকে রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা যায় না। কারণ তারা দেশের স্বার্থের পক্ষেই কাজ করছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট নির্দেশ দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে কোন চার্জ আনতে পারবে না। শীর্ষ আদালতের এই রায়ে সাংবাদিক মহলে উচ্ছ্বাস ও আনন্দ ।