এবার থেকে এক্সপ্রেস ও মেইল ট্রেনে টিকিট কাটার সময়েই পছন্দ মত খাবার বুক করার সুবিধা চালু

Published By Subrata Halder, 03 June 2025, 10:55 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দূরপাল্লার ট্রেনে সফর অনেকেই করেন। আর এই সফরে চিন্তা থাকে খাবার নিয়ে। সকল ভ্রমণকারীর পক্ষে সম্ভব হয়না সঙ্গে করে খাবার নিয়ে আসার। এক্ষেত্রে যাত্রীদের ভরসা করতে হয় ট্রেনের খাবার বিক্রেতাদের ওপরেই। এতদিন পর্যন্ত প্রিমিয়াম ট্রেনে অনলাইনেই খাবার বুক করার সুবিধা পাওয়া যেত। এবার থেকে যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিল আইআরসিটিসি। সূত্রের খবর, এক্সপ্রেস ও মেল ট্রেনের যাত্রীরাও এবার থেকে টিকিট কাটার সময়ই নিজের পছন্দসই খাবার বুক করে নিতে পারবেন।এখন বিবেক এক্সপ্রেস ট্রেনে এই পরিষেবা চালু আছে। আগামী ৬০ দিনের মধ্যে আরও ২৫টি ট্রেনে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।
দূরপাল্লার ট্রেনে সফর করার সময় অনেকেই খাবারের অতিরিক্ত দাম, নিম্নমান নিয়ে অভিযোগ করে থাকেন। এরপর তাদের আর এই অভিযোগ করতে হবে না। যাত্রীদের জন্য দুর্দান্ত ও সুবিধাজনক পরিষেবা দিচ্ছে আইআরসিটিসি। এক্সপ্রেস ও মেল ট্রেনেও মিলবে ই-প্যান্ট্রির সুবিধা। ডিজিটাল ভাবে আপনি খাবার বুকিং করলে, তা একেবারে পৌঁছে যাবে আপনার সিটে। সবচেয়ে বড় কথা, আরএসি যাত্রীরাও এই পরিষেবার সুবিধা পাবেন। যে সমস্ত ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা রয়েছে, সেখানেই মিলবে এই পরিষেবা।
টিকিট বুক করার সময় অথবা পরে হিস্ট্রি খুলে সেখানে গিয়ে প্রথমে ই-প্যান্ট্রি অপশনে ক্লি করতে হবে। এরপর আপনি নিজের পছন্দ মতো ডিশ বুক করতে পারবেন।
বুকিং সম্পূর্ণ হয়ে গেলে এসএমএস বা ইমেলের মাধ্যমে বুকিংয়ের ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোন নম্বরে।
আপনার ভ্রমণের দিন এই কোড দেখানো মাত্র আপনি সিটে বসে অর্ডার করা খাবার পেয়ে যাবেন।
পেমেন্ট আপনাকে ডিজিটাল মাধ্যমেই করতে হবে। আইআরসিটিসি-র লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতারাই খাবার আপনার সিটে পৌঁছে দিয়ে যাবেন। এর জন্য লাগবে না অতিরিক্ত কোনও চার্জ। রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরা।