বঙ্গবার্তা ব্যুরো,
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ থাকা পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে ফের ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্র।সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি বর্তমানে স্ত্রী প্রীতি চোকসিকে নিয়ে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে বসবাস করছেন।জানা গেছে তিনি সেখানকার রেসিডেন্সি কার্ড পেয়েছেন। এর আগে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন মেহুল। তাঁর সেখানকার নাগরিকত্বও রয়েছে। বিভিন্ন মামলার জেরে সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই তাঁকে খুঁজছে।তাঁকে ভারতে ফেরানোর চেষ্টাও চলছে বহুদিন ধরে।তবে আইন না থাকায় সেখান থেকে মেহুলকে ভারতে ফেরানো যায়নি।
মেহুল চোকসিকে ফেরানোর তৎপরতায় তখন ইতি পড়ে গেলেও এবার বেলজিয়ামে চলে যাওয়ায় সেখান থেকে তাঁকে ফেরানো সম্ভব বলে মনে করা হচ্ছে। সেই চেষ্টাই শুরু হয়েছে। জানা গেছে তাঁর স্ত্রী প্রীতি বেলজিয়ামের নাগরিক। সেই সুবাদেই মেহুল চোকসি ‘এফ রেসিডেন্সি কার্ড’ পান বেলজিয়ামের। রিপোর্টে বলা হয়েছে, ভারতে প্রত্যর্পণ এড়িয়ে বেলজিয়ামে বসবাসের অনুমতি পেতে বিভ্রান্তিকর নথি ব্যবহার করেছিলেন মেহুল চোকসি। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে, ক্যান্সারের চিকিৎসার জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছেন মেহুল চোকসি।
মেহুল চোকসি বেলজিয়ামে, ফের পলাতক ব্যবসায়ীকে ফেরানোর তৎপরতা ভারতের
