বঙ্গবার্তা ব্যুরো,
বর্ডার গাভাসকর ট্রফিতে লজ্জাজনক ফলাফলের পর ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। তার মধ্যে অন্যতম ক্রিকেটারদের পরিবারের সঙ্গে থাকার উপর নিষেধাজ্ঞা।
তালিকায় ছিল একসঙ্গে টিম বাসে যাওয়া সহ একাধিক নির্দেশ। যা পছন্দ হয়নি অনেক ক্রিকেটারেরই। তার মধ্যে অন্যতম বিরাট কোহলি। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, এই নির্দেশ তিনি মোটেও পছন্দ করছেন না।
এই ইস্যু এতদিন ধামাচাপা থাকলেও ইংল্যান্ড সফরে গিয়ে ফের বিরাটকে নিশানা করলেন গৌতম গম্ভীর। লর্ডস টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোচ গম্ভীর এই প্রসঙ্গ টানেন। বিরাটের উলটোপথে হেঁটে বোর্ডের নীতিকে সমর্থন করেন তিনি।
ভারতীয় দলের হেডকোচ বলেন, আমি জানি পরিবার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবাইকে বুঝতে হবে এখানে আমরা একটা উদ্দেশ্যে এসেছি। ছুটি কাটাতে নয়, আমাদের ড্রেসিংরুমে খুব কম মানুষই এমন আছেন যারা দেশকে গর্বিত করার সুযোগ পান। সেদিকেই লক্ষ্য থাকা উচিত।
করুণ নায়ারের প্রত্যাবর্তন সম্পর্কে চেতেশ্বর পূজারাকে গম্ভীর বলেছেন, তুমিও একটা সময় ওর জায়গায় ছিলে, তোমাকে প্রথম শ্রেণির ক্রিকেটে গিয়ে ভাল খেলে, অনেক রান করে তার পর জাতীয় দলে ফিরতে হয়েছে। আমাকেও একই কাজ করতে হয়েছে। অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে। যদি কেউ ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে খেলতে চায় বা সে বাদ যায় তা হলে প্রত্যাবর্তনের একমাত্র উপায় হল প্রথম শ্রেণির ক্রিকেটে গিয়ে প্রচুর রান করা। এটা বাদ দিয়ে বিকল্প নেই।