বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- বিসিসিআই
লর্ডস টেস্টে হারের আক্ষেপ কিছুতেই যাচ্ছে না ভারতীয় দলের। খুব কাছে গিয়েও জয় আসেনি। ,শেষের দিকে জসপ্রীত বুমরাহ ৫৪ বলে করেন ৫ রান, অন্যদিকে ৩০ বলে ৪ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন মহম্মদ সিরাজ। জাদেজা ৬১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসেও তিনি ৭২(১৩১)-র এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডে টানা চারটি ফিফটি করে প্রমাণ দিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা তাঁর কতটা।
শুক্রবার বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিও গৌতম গম্ভীর বলেন, “এটা অসাধারণ লড়াই। জাড্ডু যেভাবে লড়াই করেছে, তার তুলনা হয় না।”
সেই ইনিংসে জাদেজার সঙ্গে থাকা সিরাজ বলেন, ‘দলে, একজন প্লেয়ার হিসেবে, জাড্ডু ভাই অসাধারণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব দিকেই ওর উন্নতি চোখে পড়ার মতো। ও দলের জন্য সব সময় গুরুত্বপূর্ণ সময়ে রান করে।
এদিকে দু’বছর ধরে টানা বল করে চলেছেন সিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ, সবচেয়ে বেশি ওভার করেছেন সিরাজ। জসপ্রীত বুমরার পর তিনিই ভারতীয় বোলিংয়ের মূল ভরসার জায়গা। অথচ সেভাবে প্রশংসা পান না সিরাজ।ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দশকাটে মেনে নিয়েছেন, সিরাজ সবসময় তাঁর প্রাপ্যটা পান না। তিনি বলছেন, ‘আমরা মাঝে মাঝেই ভুলে যাই ওকে পেয়ে কতটা ভাগ্যবান। আমি জানি সবসময় ও প্রাপ্য সম্মানটা পায় না।
ভারতের এই হার ইংল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে দেয়। ম্যাঞ্চেস্টারে সিরিজে সমতা ফেরাতে হবে ভারতকে।