বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
লর্ডসে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছে ভারত। ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শেষ বেলায় ইংল্যান্ডের বোলারদের কাহিল করে দেয় ভারতীয় দলের দুই ব্যাটার জাদেজা এবং ওয়াশিংটন। একটা সময় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ম্যাচ ড্র করার সন্ধি নিয়ে আছে ভারতীয় দলের সামনে কিন্তু সেই সময় শতরানের দুয়ারে ছিলেন ভারতের দুই ব্যাটার। তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। ম্যাচ শেষে গৌতম গম্ভীর পাল্টা আক্রমণ করলেন ইংল্যান্ডের অধিনায়ক কে।
গম্ভীর প্রশ্ন তুলেছেন, যদি একই পরিস্থিতিতে ইংল্যান্ডের কোনও খেলোয়াড় থাকতেন, তাহলে কি তাঁরা তখন ম্যাচটি ড্রতে শেষ করত? ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেছেন, কেউ যদি ৯০ রান এবং অন্যজন ৮৫ রানে অপরাজিত থাকে, তাহলে কি তাঁদের শতরান প্রাপ্য নয়? ইংল্যান্ডের খেলোয়াড়রা যদি এমন সুযোগের কাছাকাছি থাকত, তাহলে কি তারা ড্র করার সিদ্ধান্ত নিত? নিত না।। আমাদের ছেলেরা কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে। তারা সেই সেঞ্চুরি অর্জন করেছে।
ওভালে দেখা যাবে না পন্থকে। পরিবর্ত হিসাবে ধ্রুব জুরেলের খেলা পাকা। কিন্তু তার পরেও পন্থ থাকবেন।
পন্থকে নিয়ে গম্ভীর বলেন ঋষভ তুমি এই দলের জন্য যা করেছ, তার কোনও তুলনা নেই। তোমার লড়াই এই দলের ভিত। আমি দলগত খেলায় আলাদা করে কারও কথা বলতে ভালবাসি না। আমি কোনও দিন আলাদা করে কারও কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তুমি শুধু এই সাজঘরকে উদ্বুদ্ধ করোনি। তুমি পরের প্রজন্মকে অনুপ্রাণিত করেছ। এটাই তোমার কৃতিত্ব।
চতুর্থ টেস্টের শেষে পঞ্চম ম্যাচের দল নিয়ে গম্ভীর বলেন, আমাদের সব পেসার ই ফিট। চোট-আঘাতের কোনও আশঙ্কা নেই। শেষ টেস্টের জন্য দল গঠন নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। বুমরাহ খেলবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত যেই খেলুক না কেন, তারা দেশের জন্য উজাড় করে দেবে।

