বঙ্গবার্তা ব্যুরো
২০২৬ এ রাজ্য বিধান সভার নির্বাচন। তার আগে রাজ্যের উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গে দলের কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি মিলিত হবার সুযোগ করে দেয় ২১ শে জুলাই এর শহীদ মঞ্চ। ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন, সেই সময় রাইটার্স বিল্ডিং বা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষমতায় তখন দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যসচিব ছিলেন মণীশ গুপ্ত।
১৯৯৩ এর ২১ শে জুলাই যুব কংগ্রেস কর্মীরা যখন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মহাকরণের দিকে এগিয়ে যেতে শুরু করে তখনই নাকি পুলিশের গুলিতে ধর্মতলার নানা রাস্তার উপর পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছে ১৩ টি তরতাজা প্রাণ।
মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সেই পৈশাচিক পুলিশি হামলার পরেও ময়দান ছেড়ে যাননি। বরং সেদিন তিনি স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনি হাজরার মতই গুলিবিদ্ধ আহত যুব কংগ্রেস কর্মীদের পাশে থেকেছেন। আজও দলের অনেক নেতার আঙ্গুল ফুলে কলাগাছ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল হয়নি।