টস হারের হ্যাটট্রিক গিলের, ভারতীয় দলে একটি পরিবর্তন

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

বিসিসিআই ফেসবুক পেজ

প্রথম ম্যাচে হারলেও এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত। তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির ফলাফল এখন ১-১। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি দুই দলের সামনেই। লর্ডসের মাঠে ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারতীয় দল, ফলে এখানে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি ভারতের সামনে। । টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অন্যদিকে অধিনায়ক হয়েই পরপর টস হারের হ্যাটট্রিক শুভমান গিলের।

ভারত অধিনায়ক গিল বলেন, ‘আমি সকাল পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমিও বল করার সিদ্ধান্ত নিতাম। প্রথম সেশনে বোলাররা সাহায্য পাবে। আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। বোলাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এজবাস্টনে ২০ উইকেট তুলে নেওয়া সহজ ছিল না। একজন ব্যাটার হিসেবে ভাল লাগছে। যে কোনও ব্যাটার উইকেটে সময় কাটাতে চায়।’

ইংল্যান্ডে গিয়ে বৃষ্টি তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। প্রথম দু’টি টেস্টে সময় নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। লর্ডসের যা পূর্বাভাস, তাতে টেস্টের পাঁচ দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রত্যেক দিনই আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা থাকার সম্ভাবনাও বেশ কম। তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রির মধ্যে। হালকা হাওয়া দিতে পারে তবে খেলা ভালোভাবে হবে। ভারতীয় দলে প্রসিদ্ধের জায়গায় এলেন বুমরাহ।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

10:18