গিলের ইনিংসই অনুপ্রেরণা, ২০০ করতে চান বৈভব

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

সিনিয়র দলের পাশাপাশি বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় যুব দলও। ভারতীয় যুব দলে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় যুব দলের সদস্যরা ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের সাক্ষী রেখেছেন। শুভমান গিলের ইনিংস স্বচক্ষে দেখেছেন বৈভব সূর্যবংশীরা। গিলের ইনিংস থেকে শিক্ষা নিয়েছেন বৈভব আগামী দিনে টেস্টের মতো একদিনের ক্রিকেটেও তিনি ২০০ রান করতে চান।

১৪ বছরের ভারতীয় ক্রিকেটের বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রতি ম্যাচে ভাঙছেন একের পর এক রেকর্ড। এবার তাঁর লক্ষ্য একদিনের ক্রিকেটে ২০০ রান করা।

বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিও বৈভব বলেছেন, শুভমান গিলের থেকে অনেক কিছু শিখেছি কারণ চোখের সামনে ওর খেলা দেখেছি। ১০০ এবং ২০০ করার পরেও ও হাল ছাড়েননি। নিজের ইনিংস আরও এগিয়ে নিয়ে গিয়েছে।

এখানেই থেমে না থেকে বৈভব আরও বলেন,
আমি চেষ্টা করব পরের ম্যাচে ২০০ করতে। পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করব। আমি যত বেশি রান করব ততই দলের ভাল হবে।

ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো ফর্মে আছে বৈভব। তিন ম্যাচে করেছে ১৭৯ রান। যথাক্রমে ৪৮, ৪৫ ও ৮৬ রান করেছেন। তৃতীয় একদিনের ম্যাচে বৈভব একাধিক রেকর্ড গড়েছেন। সেই ম্যাচে হাফ সেঞ্চুরিতে করেন মাত্র ২০ বলে।

যুব একদিনের ম্যাচে এখনও পর্যন্ত কোনও ব্যাটার ২০০ করতে পারেননি। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৯১ রান, যা করেছেন শ্রীলঙ্কার হাসিথা বয়াগোডা ২০১৮ সালে।