শুল্ক বাজিতে মন্দার ভয় নেই, আশ্বাস বিশ্ব ব্যাঙ্কের

Global Recession Risk and IMF Assurance

Upload By K. Halder at 18th March 2025, 07:36 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ট্রাম্পের চাপানো শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়ে দিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। অনেকে বলছেন ট্রাম্পের শুল্কনীতি কোনও দেশের জন্যই মঙ্গল ডেকে আনবে না। উপরন্তু সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হতে পারে। জেপি মর্গান বলছে, মিত্রদের ওপর থেকে বাড়তি শুল্ক স্থগিত হলেও বিশ্বজুড়ে মন্দার শঙ্কা এখনো ৬০ শতাংশ। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ-এর প্রধান জেরোম পাওয়েল ট্রাম্পের বর্ধিত শুল্ক নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘যা মনে করা হচ্ছে, তার থেকেও অনেক বেশি প্রভাব পড়বে এই ট্যারিফের।’


তবে এবার অন্যকথা জানাল আইএমএফ।আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানাচ্ছে “বাণিজ্য শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা রেকর্ড ছাড়িয়েছে, তবে বৈশ্বিক মন্দা হবে না”। এই সংস্থা জানিয়েছে, “বাণিজ্য উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক শেয়ার বাজারের দাম কমেছে” এবং দেশগুলোর মধ্যে “আস্থার অভাব বেড়েছে” বলে সতর্ক করেছে।তবে, আই এম এফ মন্দার পূর্বাভাস না দিয়ে বরং বলেছে, “আমাদের নতুন বৃদ্ধির পূর্বাভাসে কিছুটা অবনমন দেখা যাবে, কিন্তু মন্দা নয়”।


আইএমএফ প্রধান প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বৃহস্পতিবার জানান যে বিশ্ব অর্থনীতি আমাদের হাতের নাগালেই আছে, এজন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।তবে জর্জিয়েভা জানিয়েছেন অনিশ্চয়তা মোকাবিলায় সব দেশকে অবশ্যই নিজেদের ঘর সামলানোর চেষ্টা দ্বিগুণ করতে হবে।

08:37