বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্সের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের গ্রিনল্যান্ড সফর ঘিরে বাড়ল উত্তেজনা।এ সফরের নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গ্রিনল্যান্ডের নেতারা। সূচি অনুযায়ী মার্কিন প্রতিনিধিদলের সফর হবে ২৭ মার্চ বৃহস্পতিবার থেকে ২৯ মার্চ শনিবার পর্যন্ত। উষা ভ্যান্সের নেতৃত্বে এই প্রতিনিধিদল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ঘুরে দেখবেন এবং কুকুরে টানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন। প্রতিনিধিদলে রয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাৎজ ও জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

২য় পর্যায়ে ক্ষমতায় এসেই কোনও রাখঢাক না করে প্রাকৃতিক সম্পদে পূর্ণ গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ নেওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কয়েক মাস আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে, গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অপরিহার্য।’’ ফলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের “ব্যক্তিগত সফর”-এর দু মাস পর ফের এই সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকার এই সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।গ্রিনল্যান্ডের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মিউটে এগেদে এই সফরকে “প্ররোচনা” বলে অভিহিত করে বলেন, গোটা ব্যাপারটাই অগ্রহণযোগ্য।
তবে গ্রিনল্যান্ডের এমন সমালোচনার মুখে, হোয়াইট হাউস জানিয়েছে, “এটি গ্রিনল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস ও মানুষকে জানার এবং একটি কুকুরের স্লেজ রেসে অংশ নেওয়ার জন্য একটি সফর।এটা সম্পূর্ণ সাদামাটা একটি বিষয়।” তাঁদের মতে সফরের উদ্দেশ্য হল “আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক সম্মান ও সহযোগিতাকে উদযাপন করা”।


