বঙ্গবার্তা ব্যুরো,
বন্ধ ঘরে এত সম্পদ আছে, প্রথমে তা বোঝা যায় নি। খবর অবশ্য ছিল। তার পরিমাণ যে এত তা ভাবতেও পারেনি পুলিশ বাহিনী। গুজরাটের এক বন্ধ ফ্ল্যাটে নগদ টাকা এবং গয়না রয়েছে বলে খবর পায় গুজরাটের সন্ত্রাস দমন শাখা বা এটিএস। এরপরেই আমেদাবাদের পালদি এলাকায় তল্লাশি অভিযান চালায় তারা। সঙ্গে ছিল ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টালিজেন্স বা ডিআরআই।
ফ্ল্যাট বন্ধ থাকায় তালা ভেঙ্গে ভিতরে ঢোকে।ঘরে ঢুকে অবাক হয়ে যান তদন্ত কারীরা। থরে থরে সোনা আর কোটি কোটি টাকা সাজানো রয়েছে ফ্ল্যাটে। টাকা গোনার জন্য যন্ত্র আনতে হয়, আনা হয় সোনার ওজন মাপার যন্ত্রও। গূনে দেখা যায় প্রায় ৯০ কোটি টাকা । সোনার পরিমাণ ৯৫ কেজি। এ টিএস এবং ডি আর আই এর ধারণাও ছিল না একটা বন্ধ ফ্ল্যাটে এত টাকা ,গয়না থাকতে পারে।
এটিএস জেনেছে ফ্ল্যাটের মালিকের নাম মেঘ এবং বাবার নাম মহেন্দ্র শাহ। দুজনেই পলাতক।তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা এরা বড়সড় কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত।
তবে গুজরাটে কোটি কোটি টাকা এবং গয়না উদ্ধার নতুন ঘটনা নয়। এর আগেও এমন বহু টাকা এবং সোনা উদ্ধার করেছে পুলিশ। টাকা এবং গয়নার পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধারের জন্যও খবরের শিরোনামে উঠে আসে গুজরাট।
গুজরাটে আলীবাবার গুহায় ঢুকে তাজ্জব পুলিশ
