বঙ্গবার্তা ব্যুরো,
দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে বুধবার দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার। দায়িত্ব নেওয়ার আগেই সি ই সি নির্বাচনের পদ্ধাতি নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে। বুধবারই এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগেই নিজের দায়িত্বভার বুঝে নিলেন জ্ঞানেশ কুমার। প্রায় তিন বছর তিনি এই পদে থাকবেন। ২০২৯ এর ২৬ জানুয়ারি তিনি অবসর নেবেন। মঙ্গলবার মুখ্যনির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছেন রাজীব কুমার।
নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন বদল করে মোদী সরকার। আগে এই পদে নিয়োগ করত তিন জনের কমিটি। তাতে থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
মোদী সরকার ওই তিন জনের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেয়। তার পরিবর্তে কমিটিতে নিয়ে আসা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে।
কেরল ক্যাডারের আই এ এস জ্ঞানেশ কুমার অমিত শাহের খুব ঘনিষ্ট বলেই পরিচিত। অমিত শাহের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে। নিজের তিন বছরের মেয়াদে জ্ঞানেশ কুমার অনেক নির্বাচনই সামলাবেন। এ বছরেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। আগামী বছর পশ্চিমবঙ্গ এবং কেরলের ভোট।
শুনানির আগেই দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার
